হোম
পরিচিতি
সংক্ষিপ্ত পরিচিতি
পরিচালনা পর্ষদ
আমাদের কার্যক্রম
উৎপাদন ব্যবস্থা
বিতরণ ব্যবস্থা
ব্র্যান্ডসমূহ
পণ্য ও সেবা
বালাইনাশক সমাধান
ফলন বর্ধক
বায়ো সমাধান
স্প্রে সার্ভিস ও ইকুইপমেন্ট
সারফ্যাকটেণ্ট
ছাদ বাগান সমাধান
ব্যবসায় সমূহ
ক্রপ কেয়ার
ফ্লোরা
বায়ো ক্রপ কেয়ার
ফ্লো মাস্টার
গ্রীন সল্যুশন
ফসল সুরক্ষা
ধান
অর্থকরী ফসল
ডাল জাতীয় ফসল
মসলা ফসল
ফুল ও ফল
দানাদার ফসল
তেল জাতীয় ফসল
সবজি ফসল
মিডিয়া
পুরষ্কার
ইভেন্ট
ডাউনলোড
কৃষি ও আমরা
যোগাযোগ
পাটের বিছা/ছ্যাংরা পোকা (Jute Hairy Caterpillar)
ক্ষতিকর পোকামাকড়
হোম
ফসল সুরক্ষার নির্দেশিকা- Crop Pest Solution
অর্থকরী ফসল
পাটের বিছা/ছ্যাংরা পোকা (Jute Hairy Caterpillar)
পরিচিতিঃ
পূর্ণ বয়স্ক মথের রঙ কালো, পাখা ধূসর বাদামী রঙের, পাখার উপর কালো ফোটা আছে।
পিছনের পাখা জোড়া কমলা রঙের।
মথের পাখার উপরের শিরা ও কিনারা বরাবর অনেকগুলো ছোট ছোট কালো ফোটা আছে এবং ফোটাগুলো একত্রে মিশে মোটা কালো দাগের সৃষ্টি করে।
এ মথের কীড়া প্রাথমিক অবস্থায় সবুজ রং এর, ক্রমেই বাদামী ও পরে কালো রঙের হয়।
এদের শরীর ঘন শুঙ্গ দ্বারা আবৃত থাকে। পুর্নাংগ কীড়া লম্বায় ৪ সেমিঃ।
ক্ষতির ধরণঃ
বিছা পোকা প্রথমে পাতায় আক্রমণ করে। আক্রমণের প্রথম দিকে এরা পাতার উল্টো দিকে দলবদ্ধ ভাবে থাকে এবং পাতার সবুজ অংশ খেয়ে পাতাকে সাদা পর্দার মত করে ফেলে।
৫-৭ দিন এভাবে থাকার পর সম্পূর্ণ ক্ষেতে এরা ছড়িয়ে পড়ে এবং পাতা খেতে শুরু করে।
কোন কোন সময় গাছকে ডাঁটা সার করে ফেলে। কাজেই গাছের বৃদ্ধি ও ফলন কমে যায়।
এ পোকা গাছের গৌণ পোকা হিসেবে চিহ্নিত।
ক্ষতির ব্যপ্তিঃ
অন্যান্য বিভাগসমূহ
ধান এর সম্পূর্ণ বালাই ব্যবস্থাপনা
অর্থকরী ফসল
ডাল জাতীয় ফসল
মসলা ফসল
ফল এর বালাই সমস্যা ও সমাধান
দানাদার ফসল
তেল জাতীয় ফসল
সবজি ফসল
অনুকূল পরিবেশ
জুন মাসের প্রথম হতে জুলাই মাস পর্যন্ত আক্রমনের সময়।
জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ
ডিমের গাদাসহ পাতা সংগ্রহ করে নষ্ট করা।
বিছাপোকা গুলো যাতে এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে না যেতে পারে সেজন্য ক্ষেতের চারদিকে নালা কেটে পানি ধরে রাখা।
কেরোসিন মিশ্রিত দড়ি ভিজিয়ে সে দড়ি দিয়ে ক্ষেতে টানা দিলে পোকা আক্রমণ কিছুটা কমানো যায়।
কালো বিছাপোকা তৃতীয় খোলস বদলানো পর্যন্ত দলবদ্ধ অবস্থায় থাকে। তখন পোকাসহ পাতাগুলি তুলে পুড়িয়ে ফেলে বা কেরোসিন মিশ্রিত পানিতে ডুবিয়ে মেরে ফেলা যায়।
রাসায়নিক পদ্ধতিতে দমনঃ
আক্রমনের মাত্রা বেশী হলে ফাইটার ২.৫ ই সি অথবা এসিমিক্স ৫৫ ই সি প্রয়োগ করতে হবে।
ফাইটার ২.৫ ইসি ১০ মিলিলিটার, প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমির জন্য প্রয়োগ করুন। একর প্রতি মাত্রা ২০০ মিলিমিটার।
এসিমিক্স ৫৫ ইসি ১০ মিলিলিটার, প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমির জন্য প্রয়োগ করুন। একর প্রতি মাত্রা ২০০ মিলিমিটার।
১০ দিন পরপর ২-৩ বার স্প্রে করুন।
সুপারিশকৃত পণ্য সমূহ
ফাইটার ২.৫ ই সি
এসিমিক্স ৫৫ ই সি
আমাদের ব্র্যান্ডসমূহ