পাটের বিছা/ছ্যাংরা পোকা (Jute Hairy Caterpillar)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • পূর্ণ বয়স্ক মথের রঙ কালো, পাখা ধূসর বাদামী রঙের, পাখার উপর কালো ফোটা আছে।
  • পিছনের পাখা জোড়া কমলা রঙের।
  • মথের পাখার উপরের শিরা ও কিনারা বরাবর অনেকগুলো ছোট ছোট কালো ফোটা আছে এবং ফোটাগুলো একত্রে মিশে মোটা কালো দাগের সৃষ্টি করে।
  • এ মথের কীড়া প্রাথমিক অবস্থায় সবুজ রং এর, ক্রমেই বাদামী ও পরে কালো রঙের হয়।
  • এদের শরীর ঘন শুঙ্গ দ্বারা আবৃত থাকে। পুর্নাংগ কীড়া লম্বায় ৪ সেমিঃ।

ক্ষতির ধরণঃ

  • বিছা পোকা প্রথমে পাতায় আক্রমণ করে। আক্রমণের প্রথম দিকে এরা পাতার উল্টো দিকে দলবদ্ধ ভাবে থাকে এবং পাতার সবুজ অংশ খেয়ে পাতাকে সাদা পর্দার মত করে ফেলে।
  • ৫-৭ দিন এভাবে থাকার পর সম্পূর্ণ ক্ষেতে এরা ছড়িয়ে পড়ে এবং পাতা খেতে শুরু করে।
  • কোন কোন সময় গাছকে ডাঁটা সার করে ফেলে। কাজেই গাছের বৃদ্ধি ও ফলন কমে যায়।
  • এ পোকা গাছের গৌণ পোকা হিসেবে চিহ্নিত।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • জুন মাসের প্রথম হতে জুলাই মাস পর্যন্ত আক্রমনের সময়।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • ডিমের গাদাসহ পাতা সংগ্রহ করে নষ্ট করা।
  • বিছাপোকা গুলো যাতে এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে না যেতে পারে সেজন্য ক্ষেতের চারদিকে নালা কেটে পানি ধরে রাখা।
  • কেরোসিন মিশ্রিত দড়ি ভিজিয়ে সে দড়ি দিয়ে ক্ষেতে টানা দিলে পোকা আক্রমণ কিছুটা কমানো যায়।
  • কালো বিছাপোকা তৃতীয় খোলস বদলানো পর্যন্ত দলবদ্ধ অবস্থায় থাকে। তখন পোকাসহ পাতাগুলি তুলে পুড়িয়ে ফেলে বা কেরোসিন মিশ্রিত পানিতে ডুবিয়ে মেরে ফেলা যায়।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমনের মাত্রা বেশী হলে ফাইটার ২.৫ ই সি অথবা এসিমিক্স ৫৫ ই সি প্রয়োগ করতে হবে।
  • ফাইটার ২.৫ ইসি ১০ মিলিলিটার, প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমির জন্য প্রয়োগ করুন। একর প্রতি মাত্রা ২০০ মিলিমিটার।
  • এসিমিক্স ৫৫ ইসি ১০ মিলিলিটার, প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমির জন্য প্রয়োগ করুন। একর প্রতি মাত্রা ২০০ মিলিমিটার।
  • ১০ দিন পরপর ২-৩ বার স্প্রে করুন।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ