পাটের আগামরা রোগ (Dieback)

রোগবালাই

পরিচিতিঃ

ছত্রাকজনিত রোগ হিসাবে পরিচিত।

ক্ষতির ধরণঃ

  • মূলত তোষা পাট ও কেনাফে রোগ দেখা যায়।
  • খরার পর ঝড়ে বা অন্য কোন কারণে গাছে আঘাত লাগলে এ রোগ বেশি হতে পারে।
  • এ রোগে আক্রান্ত অংশ বাদামী রং ধারণ করে এবং পাটের আগা থেকে নিচের দিকে শুকাতে আরম্ভ করে।
  • ফুল আসার পর সচরাচর এ রোগ দেখা দেয়।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • রোগমুক্ত গাছ হতে বীজ সংগ্রহ করতে হবে।
  • আক্রান্ত পাট গাছের শিকড়,আবর্জনা ও পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে।
  • বীজ বপনের আগে ছত্রাক নাশক দ্বারা বীজ শোধন করে নিতে হবে।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • বীজ শোধনের জন্য প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে এমকোজিম ৫০ ডব্লিউ পি মিশিয়ে বপনের আগে ৩০ মিনিট ধরে বীজ শোধন করে নিন।
  • আক্রমন দেখা দিলে- এসিবিন ২৮ এস সি প্রতি ১০ লিটার পানিতে ৫ মিলি ভালভাবে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ১০০ মিলি।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ