আখের সুটি মোল্ড রোগ (Sooty Mold)

রোগবালাই

পরিচিতিঃ

  • এটি ছত্রাকজনিত রোগ।
  • ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড , পাতা।

ক্ষতির ধরণঃ

  • এ রোগের আক্রমণে পাতায় ও কান্ডে কাল ময়লা জমে।
  • মিলিবাগ বা সাদা মাছির আক্রমণ এ রোগ ডেকে আনে।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • মিলিবাগ বা সাদা মাছি এ রোগের বাহক।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আকান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা।
  • গভীরভাবে জমি চাষ করুন।
  • আগাম চাষ করা আগাম চাষ অনুসরণ করা।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • প্রাউড ২৫ ই সি ২০ মিলি ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে ১০-১২ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে
  • মিলিবাগ বা সাদা মাছি এ রোগের বাহক, এ পোকা দমনে টিডো ২০ এস এল ৭-১০ মি.লি. ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করুন।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ