আখের লাল পচা রোগ (Red rot of Sugarcane)

রোগবালাই

পরিচিতিঃ

  • Colletrichum falcatum নামক ছত্রাক জীবানু দ্বারা এ রোগ হয়।
  • ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়
  • ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড , পাতা

ক্ষতির ধরণঃ

  • পাতার মধ্য শিরায় লাল দাগের সৃষ্টি হয়, এ অবস্থায় একে মধ্য শিরার লাল পচা বা রেড রট বলে।
  • পত্রফলকে ছোপ লাল দাগ দেখা যায় তখন রেড রট বলা হয়।
  • আক্রান্ত ইক্ষু লম্বালম্বি চিড়লে কান্ডের অভ্যন্তরে লম্বালম্বি লাল দাগ দেখা যায় এবং দাগের মাঝে মাঝে আড়াআড়িভাবে সাদা দাগ দৃশ্যমান হয়।
  • আক্রান্ত গাছ থেকে এক ধরনের মদের গন্ধ বের হয়।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

আঁখ গাছে ভাদ্র মাসের শুরুতেই লাল পচা রোগের আক্রমণ লক্ষ্য করা যায়। তারপর ধীরে ধীরে বাড়তে বাড়তে ফাল্গুন মাসের শেষ পর্যন্ত সময়ে তীব্রতর থেকে চৈত্রের শেষে কমতে থাকে।


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • রোগাক্রান্ত গাছ দেখা গেলে তুলে মাটিতে পুঁতে অথবা পুড়িয়ে ফেলুন।
  • জমিতে পানি বের হওয়ার সু-ব্যবস্থা করুন।
  • ৫৪০ ডিগ্রি সে. তাপমাত্রায় ৪ ঘণ্টা গরম বাতাসে শোধন করুন।
  • রোগমুক্ত বীজ ব্যবহার করুন।
  • আগাম চাষ অনুসরণ করুন।
  • আখ কাটার পর পরিত্যক্ত অংশ ঐ জমিতেই পুড়িয়ে ফেলুন।
  • রোগাক্রান্ত জমিতে মুড়ি আখ চাষ বন্ধ রাখুন।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • সেট শোধনের জন্য প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে এমকোজিম ৫০ ডব্লিউ পি মিশিয়ে বপনের পূর্বে ৩০ মিনিট ধরে সেট শোধন করে নিন।
  • আঁখ গাছ বড় হয়ে গেলে ঔষধ প্রয়োগ সম্ভব হয় না এজন্য গাছ ২৫-৩০ দিন বয়স হলেই-
  • এসিবিন ২৮ এস সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।
  • অথবা ব্লাস্টিন ৭৫ ডব্লিউ ডি জি ৬ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ১২০ গ্রাম।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ