আঁখ গাছে ভাদ্র মাসের শুরুতেই লাল পচা রোগের আক্রমণ লক্ষ্য করা যায়। তারপর ধীরে ধীরে বাড়তে বাড়তে ফাল্গুন মাসের শেষ পর্যন্ত সময়ে তীব্রতর থেকে চৈত্রের শেষে কমতে থাকে।
জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ
রোগাক্রান্ত গাছ দেখা গেলে তুলে মাটিতে পুঁতে অথবা পুড়িয়ে ফেলুন।
জমিতে পানি বের হওয়ার সু-ব্যবস্থা করুন।
৫৪০ ডিগ্রি সে. তাপমাত্রায় ৪ ঘণ্টা গরম বাতাসে শোধন করুন।
রোগমুক্ত বীজ ব্যবহার করুন।
আগাম চাষ অনুসরণ করুন।
আখ কাটার পর পরিত্যক্ত অংশ ঐ জমিতেই পুড়িয়ে ফেলুন।
রোগাক্রান্ত জমিতে মুড়ি আখ চাষ বন্ধ রাখুন।
রাসায়নিক পদ্ধতিতে দমনঃ
সেট শোধনের জন্য প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে এমকোজিম ৫০ ডব্লিউ পি মিশিয়ে বপনের পূর্বে ৩০ মিনিট ধরে সেট শোধন করে নিন।
আঁখ গাছ বড় হয়ে গেলে ঔষধ প্রয়োগ সম্ভব হয় না এজন্য গাছ ২৫-৩০ দিন বয়স হলেই-
এসিবিন ২৮ এস সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।
অথবা ব্লাস্টিন ৭৫ ডব্লিউ ডি জি ৬ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ১২০ গ্রাম।