আখের পাতার রেড স্পট (Red spot)

রোগবালাই

পরিচিতিঃ

  • এটি ছত্রাকজনিত রোগ।
  • ফসলের বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে।
  • ফসলের পাতার অংশে আক্রমণ করে।

ক্ষতির ধরণঃ

  • এ রোগ হলে আখের পাতায় মাঝে মাঝে রক্তের ফোটার মত লাল দাগ দেখা দেয়।
  • দাগের মাঝখানটা কালো হয়।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • রোগমুক্ত অনূমোদিত বীজ ব্যবহার করুন।
  • রোগাক্রান্ত জমিতে মুড়ি আখ চাষ বন্ধ করুন।
  • অনুমোদিত রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জাতের চাষ করুন।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • চারা রোপণের এক মাসের মধ্যেই- কন্‌জা প্লাস ১০ এস সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ  জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।
  • আক্রমণ দেখা দিলে- ডিফার ৩০০ ই সি ৭.৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ  জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ১৫০ মিলি।
  • যদি রোগ আক্রমন বিদ্যমান থাকে তবে ১০/১২ দিন পরপর স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ