আখের কান্ডের মাজরা পোকা (Sugarcane Stem Borer)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • পূর্ণ বয়স্ক স্ত্রী পোকা এক ধরণের মথ। পূর্ণ বয়স্ক স্ত্রী পোকার পাখার উপরে দুটো কালো ছিদ্র আছে।
  • পুরুষ মথের মাঝখানে ফোটা স্পষ্ট নয়।

ক্ষতির ধরণঃ

  • প্রাথমিক অবস্থায় গাছের পাতাগুলো শুকাতে থাকে এবং পরিণতিতে আখের মাথা বা উপরিভাগ মরে যায় । কখনো আক্রান্ত গাছের মাথা সহজেই ভেঙ্গে যায়।
  • দ্বিতীয় পর্যায়ে আক্রমণে কান্ডের গায়ে অসংখ্য ছিদ্র থাকে এবং ছিদ্রের গায়ে গুড়ার মত ময়লা এবং কীড়ার মল দেখা যায় ।
  • আক্রান্ত গাছ কখনও কখনও শিকড় গজায় এবং আখের কান্ড জড়িয়ে ফেলে এবং অনেক ক্ষেত্রে চোখ গজিয়ে গাছ বের হয় ।
  • আখের মাইজ মরে যায়।
  • মরা মাইজ টানলেই সহজে উঠে আসে এবং দূর্গন্ধ ছড়ায়।
  • গাছের গোড়ায় কীড়া ঢোকার ছিদ্র চিহ্ন এবং বিষ্ঠা প্রভৃতি দেখা যায়।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রান্ত গাছ পোকাসহ তুলে ধ্বংস করা।
  • পোকামুক্ত বীজখন্ড রোপন করা ।
  • পুরনো শুকানো পাতাগুলো গাছ থেকে ছড়িয়ে ফেলা ও আগাম কর্তন অনুসরণ করা ।
  • জমি আগাছামুক্ত রাখা
  • গভীরভাবে জমি চাষ করুন।
  • একই জমিতে পরপর আখ চাষ করবেন না।
  • আগাম চাষ অনুসরণ করুন।
  • গমের জমির পাশে বা গমের সঙ্গে চাষ পরিহার করুন।
  • কর্তনের পর মোথাগুলো চাষ দিয়ে কোদাল দিয়ে তুলে পুড়িয়ে ধ্বংস করা।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • জমি প্রস্তুতির শেষ চাষের সময় - ব্রিফার ৫ জি, বিঘা প্রতি ৫.৩ কেজি করে প্রয়োগ করতে হবে।
  • একর প্রতি প্রয়োগ মাত্রা ১৬.২ কেজি।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ