পাটের গোড়া পচা রোগ (Foot rot)

রোগবালাই

পরিচিতিঃ

  • Sclerotium rolfsii নামক ছত্রাকের আক্রমণে এই রোগ হয়।
  • যে সব দেশী পাটের ক্ষেতে পানি নিষ্কাশন করা যায় না, সে সব ক্ষেতের পাট গাছের গোড়ায় সাদা তুলার আঁশের মত এক প্রকার ছত্রাক রাতারাতি বেড়ে উঠে।

ক্ষতির ধরণঃ

  • ভেজা তুলার মত এক ধরনের ছাতা গাছের গোড়ার চার পাশে বেড়ে ওঠে।
  • ক্রমেই সরিষা বীজের মত ছত্রাকের বহু দানার সৃষ্টি হয় ।
  • গাছ গোড়া থেকে উপরের দিকে বাদামি রঙ ধারন করে।
  • অবশেষে গাছের গোড়া পঁচে যায় এবং গাছ ভেঙ্গে পড়ে।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত এই রোগের প্রকোপ দেখা যায়।


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • সুস্থ ও নীরোগ গাছ থেকে বীজ সংগ্রহ করা।
  • বীজ বপনের আগে রসুন বাটা ১২৫ গ্রাম প্রতি কেজি বীজের সাথে ভাল ভাবে মিশিয়ে রোদে শুঁকাতে হবে।
  • বপনের আগে বীজ শোধনের ফলে রোগের প্রকোপ অনেক কমে যায়। শোধন করা সম্ভব না হলে বপনের আগে বীজ রোদে ভালভাবে শুঁকাতে হবে।
  • এ রোগের প্রতিকারের জন্য জমি পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবর্জনা মুক্ত রাখতে হবে।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • এসিবিন ২৮ এস সি প্রতি ১০ লিটার পানিতে ৫ মিলি মিশিয়ে ৫ শতক জমিতে ভালভাবে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ১০০ মিলি।
  • অথবা ব্লাস্টিন ৭৫ ডব্লিউ ডি জি ৫ গ্রাম, প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে ভালভাবে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ১০০ গ্রাম। 

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ