আখের ডগার মাজরা পোকা (Sugarcane Top-shoot Borer)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • পূর্ণ বয়স্ক স্ত্রী পোকা এক ধরণের মথ।
  • পূর্ণ বয়স্ক স্ত্রী পোকার পাখার উপরে দুটো কালো ছিদ্র আছে।

ক্ষতির ধরণঃ

  • আখের মাইজ মরে যায়।
  • মরা মাইজ টানলেই সহজে উঠে আসে এবং দূর্গন্ধ ছড়ায়।
  • গাছের গোড়ায় কীড়া ঢোকার ছিদ্র চিহ্ন এবং বিষ্ঠা প্রভৃতি দেখা যায়।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রান্ত ডগা সংগ্রহ করে নষ্ট করা।
  • প্যারাসাইট বুস্টার ব্যবহার করা।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • জমি প্রস্তুতির শেষ চাষের সময় - ব্রিফার ৫ জি, বিঘা প্রতি ৫.৩ কেজি করে প্রয়োগ করতে হবে।
  • একর প্রতি প্রয়োগ মাত্রা ১৬.২ কেজি।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ