মরিচের উইল্টিং (Wilting)

রোগবালাই

পরিচিতিঃ

  • ছত্রাক ও ব্যাকটেরিয়ার কারনে এ রোগ হয়। 
  • ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়, চারা  
  • ফসলের যে অংশে আক্রমণ করে : শিকড়

ক্ষতির ধরণঃ

  • রোগের শুরুতে গাছের নিচের পাতাগুলো কে ঝুলে পড়তে দেখা যায়। 
  • ছত্রাক গাছের নিচে কাণ্ডে আক্রমন করে ফলে গাছ খুব দ্রুত ঢলে পড়ে। 
  • গাছের উপরের দিকে পাতা হলুদ হয় এবং পরে সমস্ত গাছ হলুদ হয়ে যায়। 
  • গোঁড়া পচে বাদামী রং ধারণ করে।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • উষ্ণশুষ্ক আবহাওয়ায় এই রোগ বেশী হয়

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আগাছা ব্যবস্থাপনা করতে হবে।
  • পূর্বে আক্রান্ত জমি চাষ করা যাবে না।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • চারা রোপণের ১০-১৫ দিনের মধ্যে- এমকোজিম ৫০ ডব্লিউ পি ১০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। ১০-১২ দিন পর পর ২-৩ বার ভালভাবে স্প্রে করতে হবে। 
  • রোগ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে- কেমামিক্স ৭৫০ ডব্লিউ পি ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। 
  • অথবা প্রাউড ২৫ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। 
  • ১০-১২ দিন পর পর ২-৩ বার ভালভাবে স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ