পেঁয়াজের থ্রিপস পোকা (Thrips of Onion)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • এরা আকারে ছোট, লম্বা ও নরম-শরীর বিশিষ্ট হয়।
  • অপূর্ণাঙ্গ অবস্থায় ক্ষুদ্র, পাতলা, খড়ের রঙের এবং ডানাবিহীন।
  • পূর্ণাঙ্গ অবস্থায় ১-১.৫ মিলিমিটার লম্বা হয়। এদের গায়ের সাথে পাখা শক্তভাবে লাগানো থাকে।
  • এদের গায়ের রং কালচে বাদামী এবং পাকা হলদে রঙের হয়।

ক্ষতির ধরণঃ

  • পোকার বাচ্চা ও বয়স্ক পোকা উভয়ই গাছের কচি পাতাফুলের রস খেয়ে গাছকে দুর্বল করে ফেলে 
  • এরা পাতার কোষ কলা ছিদ্র করে এবং পাতার রস শুষে নেয়।
  • আক্রান্ত পাতা হালকা বাদামি থেকে রুপালি বর্ণ ধারণ করে এবং কুঁকড়ে যাওয়ার লক্ষণ দেখা দিতে পারে।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • যদিও পোকার উপদ্রব সারা বছর দেখা যায়, তবে শুকনো মৌসুমে এবং মাটিতে মাত্রাতিরিক্ত নাইট্রোজেন সার প্রয়োগ করলে এর প্রাদুর্ভাব বেশি হয়।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • প্রাথমিক অবস্থায় শুকনো ছাই প্রয়োগ করা 
  • পরিস্কার পানি জোরে স্প্রে করা 
  • আধা ভাঙ্গা নিম বীজের (৫০ গ্রাম এক লিটার পানিতে ২৪ ঘণ্টা ভেজানোর পর মিশ্রণটি ছাঁকতে হবে) রস আক্রান্ত গাছে ১০ দিন পর পর বার স্প্রে করতে হবে 
  • সাবানের পানি (১০ লিটার পানিতে ২০ গ্রাম) স্প্রে করা যেতে পারে

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • থ্রিপস পোকা দমনের জন্য- টিডো ২০ এস এলমিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়েশতাংশ জমিতে স্প্রে করতে হবে 
  • অথবা এসিমিক্স ৫৫ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়েশতাংশ জমিতে স্প্রে করতে হবে 
  • অথবা এসিপ্রিড প্লাস ৯৫ এস পিগ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়েশতাংশ জমিতে স্প্রে করতে হবে

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ