রসুনের থ্রিপস পোকা (Thrips of Garlic)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • পোকা - মিমি, স্ত্রী পোকা সরু, হলুদাভ 
  • পুরুষ গাঢ় বাদামী বাচ্চা পোকা হলুদ অথবা সাদা 
  • এদের পিঠের উপর লম্বা দাগ দেখা যায়
  •  
  •  

ক্ষতির ধরণঃ

  • পোকা গাছের কচি পাতা পুষ্পমঞ্জুরির রস চুষে খায় বলে পাতা রূপালী রং ধারণ করে অথবা ক্ষুদ্রাকৃতির বাদামী দাগ বা ফোটা দেখা যায় 
  • আক্রমণ বেশী হলে পাতা শুকিয়ে মরে যায় 
  • কন্দ আকারে ছোট বিকৃত হয়
  •  
  •  

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • চারা  ও  বাড়ন্ত  পর্যায়ে  আক্রমন  করে
  • যদিও পোকার উপদ্রব সারা বছর দেখা যায়, তবে শুকনো মৌসুমে এবং মাটিতে মাত্রাতিরিক্ত নাইট্রোজেন সার প্রয়োগ করলে এর প্রাদুর্ভাব বেশি হয়।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আগাম বীজ বপন করা  
  • সুষম সার ব্যবহার করা 
  • ক্ষেত পরিস্কার/পরিচ্ছন্ন রাখা
  •  
  •  

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • থ্রিপস পোকা দমনের জন্য- টিডো ২০ এস এলমিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়েশতাংশ জমিতে স্প্রে করতে হবে 
  • অথবা এসিমিক্স ৫৫ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়েশতাংশ জমিতে স্প্রে করতে হবে 
  • অথবা এসিপ্রিড প্লাস ৯৫ এস পিগ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়েশতাংশ জমিতে স্প্রে করতে হবে
  •  
  •  

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ