পেঁয়াজের লিফ ব্লাইট রোগ (Stemphylium Leaf Blight of Onion)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • ছত্রাকের আক্রমনে এ রোগ হয়। 
  • ফসলের চারাবাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে 
  • ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা, বীজ, পেঁয়াজ
  •  
  •  

ক্ষতির ধরণঃ

  • প্রথমে পাতাবীজহীন কাণ্ডে ক্ষুদ্র ক্ষুদ্র পানি ভেজা বাদামি বা হলুদ রং এর দাগের সৃষ্টি হয় 
  • দাগের মধ্যবর্তী অংশ প্রথমে লালচে বাদামীপরবর্তীতে কালো বর্ণ ধারণ করে আক্রান্ত পাতা উপর থেকে মরে যেতে পারে

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • উষ্ণ, ভিজাআর্দ্র আবহাওয়ায়রোগ বেশি বিস্তার লাভ করে

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • অতিরিক্ত ঘন করে পেঁয়াজ লাগাবেন না 
  • সুষম সার প্রয়োগপরিচর্যা করুন 
  • একই জমিতে বার বার পেঁয়াজ-রসুন চাষ করবেন না 
  • আগাছা পরিস্কার রাখুন 
  • আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করবেন না 
  • আক্রান্ত অংশ ছাটাই করে ধ্বংস করুন
  •  
  •  
  •  
  •  
  •  

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • রোগ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে- রোভানন ৫০ ডব্লিউ পি ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়েশতক জমিতে স্প্রে করতে হবে। ১২-১৫ দিন পর পর ২-৩ বার ভালভাবে স্প্রে করতে হবে 
  • আক্রমণ বেশি হলে- ডিফার ৩০০ ই সি ৭.৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়েশতক জমিতে স্প্রে করতে হবে

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ