মরিচের কান্ড পচা রোগ (Stem Rot)

রোগবালাই

পরিচিতিঃ

  • ছত্রাকের আক্রমনে এ রোগ হয়। 
  • ফসলের চারা ও বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে। 
  • ফসলের যে অংশে আক্রমণ করে : কান্ডে

ক্ষতির ধরণঃ

  • এ রোগে আক্রান্ত হলে মাটির কাছাকাছি কলো দাগ দেখা যায়। 
  • পরে দাগগুলো বড় হয় এবং কান্ড পঁচে যায়। 
  • পরে গাছ ঢলে পড়ে ও শুকিয়ে যায়।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রান্ত পরিত্যক্ত অংশ সংগ্রহ করে নষ্ট করা। 
  • সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করা। 
  • সুষম সার ব্যবহার করা। 
  • জমিতে যেন পানি না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • চারা রোপণের ১০-১৫ দিনের মধ্যে- এমকোজিম ৫০ ডব্লিউ পি ১০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। ১০-১২ দিন পর পর ২-৩ বার ভালভাবে স্প্রে করতে হবে। 
  • রোগ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে- কন্‌জা প্লাস ১০ এস সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। 
  • আক্রমণ বেশি হলে- ডিফার ৩০০ ই সি ৭.৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। 
  • ১০-১২ দিন পর পর ২-৩ বার ভালভাবে স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ