চারা রোপণের ১০-১৫ দিনের মধ্যে- এমকোজিম ৫০ ডব্লিউ পি ১০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। ১০-১২ দিন পর পর ২-৩ বার ভালভাবে স্প্রে করতে হবে।
রোগ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে- কন্জা প্লাস ১০ এস সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
আক্রমণ বেশি হলে- ডিফার ৩০০ ই সি ৭.৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।