আদার কান্ড ছিদ্রকারি পোকা (Shoot borer of Ginger)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • পূর্ণ বয়স্ক পোকা লম্বা পা-বিশিষ্ট। দেহ কালো, পাখা স্বচ্ছ এবং ধূসর দাগযুক্ত। পাখা বিস্তৃত অবস্থায় এর আকার ১৩-১৫ মি.মি.। 
  • পূর্ণতাপ্রাপ্ত লার্ভা ক্রিমের মতো সাদা, পা-বিহীন, প্রস্থে ৯.৫ মি.মি. এবং প্রস্থ ১.৯৫ মি.মি.। 
  • পূর্ণ বয়স্ক স্ত্রী পোকা গাছের গোড়ায় মাটির ছোট ঢেলার নিচে, মাটির ফাটলে অথবা মাটিতে একটি একটি করে অথবা গুচ্ছাকারে (প্রতি গুচ্ছে ৬ থেকে ১০টি) ডিম পাড়ে। 

ক্ষতির ধরণঃ

  • ডিম থেকে বের হওয়ার পর সদ্যজাত কীড়া আদার গাছ ছিদ্র করে ভেতরে ঢুকে এবং গাছের মাঝের অংশ খায়। 
  • আক্রান্ত গাছ হলুদ হয়ে যায়। 
  • পরবর্তীকালে মাইজ পাতা শুকিয়ে যায়। 
  • আক্রমণের মাত্রা বেশি হলে গাছ থেকে কোনো ফলন পাওয়া যায় না। 

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • পরিচ্ছন্ন চাষাবাদ করুন। রোগমুক্ত কন্দ বপন করুন। 
  • আদা লাগানোর পরই পিলাই তুলবেন না। 
  • আক্রান্ত গাছ সংগ্রহ এবং ধ্বংস করে ফেলুন। 
  • লার্ভা ও পিউপাসহ পচা রাইজোম সংগ্রহ এবং ধ্বংস করে ফেলতে হবে। 
  • গাছের গোড়ার মাটি নিয়মিত ওলট-পালোট করতে হবে, কারণ পোকা মাটিতে ডিম পাড়ে। 

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • জমি প্রস্তুতের শেষ চাষের সময়- ব্রিফার ৫ জি বিঘা প্রতি ১.৩ কেজি হারে প্রয়োগ করতে হবে। 
  • অথবা গুলি ৩ জি আর বিঘা প্রতি ২ কেজি হারে প্রয়োগ করতে হবে। 

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ