মরিচের লাল মাকড় (Red Mite)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • পোকা দেখতে অত্যন্ত ছোট, সাধারণত হাত লেন্সের সাহায্য ছাড়া দেখা যায় নাপোকা উপবৃত্তাকার, উজ্জ্বল, হলদে সবুজ বা লাল বর্ণের আট পা বিশিষ্ট

ক্ষতির ধরণঃ

  • মাইট গাছের রস শোষণ করে এবং পানির স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হয়। 
  • পাতা ফ্যাঁকাসে, মোচড়ানো এবং নিচের দিকে নৌকার মত বাঁকানো হয়।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আধা ভাঙ্গা নিম বীজের (৫০ গ্রাম এক লিটার পানিতে ২৪ ঘণ্টা ভেজানোর পর মিশ্রণটি ছাঁকতে হবে) রস আক্রান্ত গাছে ১০ দিন পর পরবার স্প্রে করতে হবে

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • একামাইট প্লাস ৩ ডব্লিউ ডি জি ২ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে ভালভাবে স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ