পেঁয়াজের ঘোড়া পোকা (Onion Semilooper)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • অল্পবয়সী পোকা এক ধরনের মথ 
  • ডিম ফুটে সবুজ রঙের ২-২.৫ সেমি কীড়া ফসলের ক্ষতি করে

ক্ষতির ধরণঃ

  • পাতার সবুজ অংশ খেয়ে ক্ষতি করে

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • ফসলের বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • পাতায় ডিম / পোকা দেখলে তা তুলে ধ্বংস করতে হবে 
  • ভালভাবে পোকা দমন করতে হলে ক্ষেতের আশে পাশে বা অন্য আগাছা থাকলে তা পরিস্কার করে ফেলতে হবে
  • ভালোভাবে জমি চাষ দিয়ে পাখিদের পোকা খাবার সুযোগ করে দিন 
  • পাখি বসার জন্য ক্ষেতে ডালপালা পুতুন

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • এসিমিক্স ৫৫ ইসি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়েশতাংশ জমিতে স্প্রে করতে হবে 
  • আক্রমণ বেশি হলে- ফাইটার ২.৫ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়েশতাংশ জমিতে স্প্রে করতে হবে 
  • ১০ দিন পরপর ২-৩ বার স্প্রে করতে হবে

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ