পেঁয়াজের কাঁটুই পোকা (Onion Cutworm)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • অল্পবয়স্ক পোকা এক ধরনের মথ 
  • ডিম ফুটে কালো মাথাওয়ালা মেটে রঙের ৫-৬ সেমি কীড়া ফসলের ক্ষতি করে

ক্ষতির ধরণঃ

  • পোকা রাতের বেলা চারা মাটি বরাবর কেটে দেয় 
  • সকাল বেলা চারা মাটিতে পড়ে থাকতে দেখা যায়

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • পেঁয়াজ গাছ লাগানোর ২০-২৫ দিন বয়সে চারা অবস্থাতেই কাটুই পোকা আক্রমণ করে 
  • দিনের বেলায় এই পোকা মাটির নিচে বা আবর্জনার ভিতরে লুকিয়ে থাকে এবং রাতে চারাগাছের কাণ্ড কেটে দেয়পাতা খেয়ে ফেলে
  •  

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • সকাল বেলা কেটে ফেলা চারার আশে পাশে মাটি খুঁড়ে পোকা বের করে মেরে ফেলা 
  • কেরোসিন মিশ্রিত পানি সেচ দেয়া 
  • পাখি বসার জন্য ক্ষেতে ডালপালা পুতুন 
  • প্রতিদিন সকালে জমি পরিদর্শন করুন
  •  
  •  
  •  

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • ফাইটার ২.৫ ই সি ১৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়েশতাংশ জমিতে স্প্রে করতে হবে 
  • অথবা গোলা ৪৮ ই সি ৬৯ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়েশতাংশ জমিতে স্প্রে করতে হবে 
  • অথবা এসিমিক্স ৫৫ ইসি ২০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়েশতাংশ জমিতে স্প্রে করতে হবে 
  • কাটুই পোকা দমনের জন্য শেষ বিকালে মাটিসহ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে
  •  
  •  
  •  

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ