পেঁয়াজের কন্দ ফেটে যাওয়া সমস্যা

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • অজীবানু ঘটিত কারনে এ রোগ হয়। 
  • ফসলের বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে 
  • ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড, পাতা, বীজ
  •  
  •  

ক্ষতির ধরণঃ

  • পেঁয়াজের কন্দ ফেটে যায়

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • দীর্ঘ খরা হলে বা শুষ্কগরম হাওয়ার ফলে শারীরবৃত্তীয় কারণে অথবা মাটি অধিক শক্ত থাকলে অথবা হঠাসেচ দেয়া বা অতিরিক্ত নাইট্রোজেন সার বা হরমোন প্রয়োগের কারণে পেঁয়াজের কন্দ ফেটে যেতে পারে

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • খরা মৌসুমে নিয়মিত পরিমিত সেচ দিন 
  • পর্যাপ্ত জৈব সার প্রয়োগ করুন 
  • অতি ঘন করে পেঁয়াজ চাষ করবেন না 
  • আক্রান্ত অংশ ছাটাই করে ধ্বংস করা 
  • ইউরিয়া সার প্রয়োগ বন্ধ করা
  •  
  •  
  •  
  •  

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

    • চারা ১০-১৫ দিন বয়স হলে- এমকোজিম ৫০ ডব্লিউ পি ২০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতিশতকে ১২-১৫ দিন পর পর ২-৩ বার ভালভাবে স্প্রে করতে হবে 
    • আক্রমণ দেখা দিলে- নিউবেন ৭২ ডব্লিউ পি ২০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়েশতক জমিতে স্প্রে করতে হবে
  •  

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ
Error