রসুনের এরিওফাইট মাকড় (Eriophyid Mite in Garlic)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • অতি ক্ষুদ্র মাকড়

ক্ষতির ধরণঃ

  • অতি ক্ষুদ্র মাকড়ের আক্রমণে রসুনের পাতা কুঁকড়িয়ে জড়িয়ে যায় এবং বাদামি রং ধারণ করে 
  • রসুনের আকার ছোট হয়ে ফলন কম হয়

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • চারা  ও  বাড়ন্ত  পর্যায়ে  আক্রমন  করে

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • সঠিক দুরত্বে চারা রোপন করা 
  • ক্ষেত পরিস্কার রিচ্ছন্ন রাখা 
  • জমিতে পরিমিত পরিমানে জৈবসার প্রয়োগ করা 
  • নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নিন

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • একামাইট ১.৮ ই সি ২০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়েশতাংশ জমিতে স্প্রে করতে হবে

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ