রসুনের ডাউনি মিলডিউ রোগ (Downy Mildew)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • ছত্রাকের আক্রমনে এ রোগ হয়। 
  • ফসলের বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে 
  • ফসলের পাতার অংশে আক্রমণ করে
  •  

ক্ষতির ধরণঃ

  • বয়স্ক পাতায় রোগ প্রথম দেখা যায় 
  • আক্রান্ত পাতায় গায়ে সাদা বা হলদে থেকে বাদামী রঙের তালির মত দাগ দেখা যায়  
  • ধীরে ধীরে অন্যান্য পাতায় ছড়িয়ে পড়ে
  •  
  •  

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • যে সকল এলাকায় আবহাওয়া তুলনামূলক ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে থাকে সেইখানে এই রোগ বেশী ক্ষতি করে। 
  • এ রোগ বাতাস, পানির ছিটা এবং পোকামাকড়ের দ্বারা বিস্তার লাভ করে।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমণের প্রাথমিক অবস্থায় ব্যবস্থা নিন

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • রোগ দেখা দেওয়ার সাথে সাথে- মিটপ ৬০ ডব্লিউ জি ১৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতেশতক জমিতে স্প্রে করতে হবে। ১০-১২ দিন পর পর ৩-৪ বার স্প্রে করুন 
  • এছাড়া সালফক্স ৮০ ডব্লিউ ডি জি বিঘা প্রতিকেজি করে প্রয়োগ করতে হবে

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ