রসুনের লেদা পোকা (Cut worm of Garlic)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • এক ধরনের মথ 
  • ডিম ফুটে সবুজ রঙের. -. সেমি কীড়া বের হয়

ক্ষতির ধরণঃ

  • ডিম থেকে কীড়া বের হয়ে পাতার সবুজ অংশ খেয়ে বড় হতে থাকে 
  • এভাবে খাওয়ার ফলে পাতা জালের মত হয়ে যাওয়া পাতায় অনেক কীড়া দেখতে পাওয়া যায়

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • চারা  ও  বাড়ন্ত  পর্যায়ে  আক্রমন  করে

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা 
  • সুষম সার ব্যবহার করা 
  • সঠিক দুরত্বে চারা রোপন করা 
  • চারা লাগানোর এক সপ্তাহের মধ্যেই জমিতে ফেরোমন ফাঁদ পাততে হবে
  •  
  •  
  •  

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • গোলা ৪৮ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়েশতাংশ জমিতে স্প্রে করতে হবে 
  • অথবা এসিমিক্স ৫৫ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়েশতাংশ জমিতে স্প্রে করতে হবে

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ