পেঁয়াজের বাল্ব পচা রোগ (Bulb Rot of Onion)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • ছত্রাকের আক্রমনে এ রোগ হয়। 
  • ফসলের বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে 
  • ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড, পাতা, বীজ
  •  
  •  

ক্ষতির ধরণঃ

  • রোগের আক্রমনে পাতায়বীজকান্ডে পানি ভেজা তামাটে, বাদামি বা হালকা বেগুনি রংয়ের দাগ দেখা যায় 
  • আক্রান্ত পাতা উপর থেকে মরে আসে 
  • এক সময় গাছ ভেঙ্গে যায়
  •  
  •  

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • অতিরিক্ত ঘন করে পেঁয়াজ লাগাবেন না 
  • সুষম সার প্রয়োগপরিচর্যা করুন 
  • একই জমিতে বার বার পেঁয়াজ-রসুন চাষ করবেন না 
  • আগাছা পরিস্কার রাখুনআক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করবেন না
  •  
  •  
  •  

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • রোগ দেখা দিলে- নিউবেন ৭২ ডব্লিউ পি ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়েশতক জমিতে স্প্রে করতে হবে 
  • অথবা প্রাউড ২৫ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়েশতক জমিতে স্প্রে করতে হবে 
  • আক্রমণ বেশি হলে- ডিফার ৩০০ ই সি ৭.৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়েশতক জমিতে স্প্রে করতে হবে 
  • ১২-১৫ দিন পর পর ২-৩ বার ভালভাবে স্প্রে করতে হবে
  •  
  •  
  •  

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ