মরিচের জাব পোকা (Aphid)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • পোকা দেখতে ক্ষুদ্র সবুজ, খুবই নরম দেহের পোকা

ক্ষতির ধরণঃ

  • পাতাডগার রস চুষে খেয়ে পাতাকে বিবর্ণ করেপাতা, ফুল কুঁকড়ে যায়

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • জাবপোকা প্রায় সারা বছরই বংশ বৃদ্ধি করেতবে শীতকালে মেঘলা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া জাব পোকার বংশ বৃদ্ধিআক্রমণের প্রধান সময়

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • এ সি আই স্টিকি ট্র্যাপ ব্যাবহার করতে হবে। 
  • আধা ভাঙ্গা নিম বীজের (৫০ গ্রাম এক লিটার পানিতে ২৪ ঘণ্টা ভেজানোর পর মিশ্রণটি ছাঁকতে হবে) রস আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করতে হবে।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • জাব পোকা দমনের জন্য- টিডো ২০ এস এল ৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। 
  • অথবা টিডো প্লাস ৭০ ডব্লিঊ ডি জি ২ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ