রসুনের আগা মরা রোগ

রোগবালাই

পরিচিতিঃ

  • ছত্রাকের আক্রমনে এ রোগ হয়। 
  • ফসলের বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে 
  • ফসলের পাতা অংশে আক্রমণ করে
  •  
  •  

ক্ষতির ধরণঃ

  • পাতার আগায় প্রথমে পানিভেজা সাদা দাগ দেখা যায় 
  • ধীরে ধীরে তা বাড়তে থাকে এবং আগা মরে শুকিয়ে সাদা হয়ে যায়

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • মাটি ও সংক্রামিত উদ্ভিদের ধ্বংসাবশেষের মধ্যে ছত্রাক টিকে থাকে।
  • উষ্ণ ও আর্দ্র জলবায়ু রোগের বিকাশের জন্য অনুকূল।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমণের প্রাথমিক অবস্থায় ব্যবস্থা নিন

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • রোগ দেখা দেওয়ার সাথে সাথে- রোভানন ৫০ ডব্লিউ পি ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতেশতক জমিতে স্প্রে করতে হবে 
  • অথবা ডিফার ৩০০ ই সি ৭.৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়েশতক জমিতে স্প্রে করতে হবে 
  • ১০-১২ দিন পর পর ৩-৪ বার স্প্রে করুন
  •  
  •  

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ