পেয়ারার ঢলে পড়া রোগ (Wilt of Guava)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • Fusarium sp. ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। 
  • ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়, ফলের বাড়ন্ত পর্যায় 
  • ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড, পাতা, ফল
  •  
  •  
  •  

ক্ষতির ধরণঃ

  • রোগাক্রান্ত গাছের পাতা প্রথমে হলুদ হয়ে শুকিয়ে মারা যেতে শুরু করে। 
  • ডগায় প্রথমে লক্ষণ দেখা দেয়। পরে পুরো ডাল একপাশ, শেষে ১০-১৫ দিনের মধ্যে সম্পূর্ণ গাছ ঢলে পড়ে।
  •  

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • লাল মাটিতে লাগানো গাছে এ রোগ বেশী হয়।
  • আগস্ট/সেপ্টেম্বর মাসে উচ্চ বৃষ্টিপাত হলে।
  • দীর্ঘ সময়ের জন্য পেয়ারা ক্ষেতে পানির জলাবদ্ধতা থাকলে।
  • উপযুক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা সময়মত প্রয়োগের অভাব।
  • সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেঞ্জ ২৩-৩২ ডিগ্রি সেঃ এবং ৭৬% আপেক্ষিক আর্দ্রতা এ রোগের জন্য অনুকূল।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • পেয়ারা বাগান পরিষ্কার রাখতে হবে। পরিস্কার করার পর একটি ছত্রাকনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন। নিয়মিত বাগান পরিদর্শন করুন। 
  • ঢলে পড়া রোগ প্রতিরোধী জাতের পেয়ারার বাগান করা। 
  • আক্রান্ত গাছের গোড়ায় জিপসাম অথবা চুন প্রয়োগ করা।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • চারা রোপণের ২০-২৫ দিনের মধ্যে- এমকোজিম ৫০ ডব্লিউ পি ১০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালভাবে স্প্রে করতে হবে 
  • ১৫ দিন পরপরবার স্প্রে করুন
  •  

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ