আনারসের পাতার সাদা দাগ রোগ (White Leaf Spot)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • Ceratocystis paradoxa নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। 
  • ফসলের বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে 
  • ফসলের পাতা অংশে আক্রমণ করে
  •  
  •  

ক্ষতির ধরণঃ

  • পাতায় হালকা বাদামি কিনারাযুক্ত ধুসর-বাদামি পানিভেজা দাগ দেখা যায় 
  • দাগ আস্তে আস্তে বড় হয় এবং শুকিয়ে যায়ফলসাকারের গোড়ায় পচন দেখা যায়

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • সাধারণত এই ছত্রাক জীবাণু ক্ষত স্থানে আক্রমণ করে।
  • উষ্ণ ও ভেজা আবহাওয়ায় এই জীবাণু বেশি সক্রিয় থাকে। 

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রান্ত জমি থেকে সাকার সংগ্রহ করবেন না 
  • আক্রান্ত আনারসের পাতা দিয়ে মালচিং করবেন না 
  • বেড করে আনারস চাষ করুনপানি নিষ্কাশনের ভাল ব্যবস্থা রাখুন 
  • আক্রান্ত পাতাঅন্যান্য অংশ ধ্বংস করুন

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • এমকোজিম ৫০ ডব্লিউ পি ১০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ