পেঁপের সাদা মাছি পোকা (White fly on Papaya)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • খুব ছোট, দেহের রং হলুদাভ সাদা, নরম দেহ বিশিষ্ট, দুটি সাদা পাখা বিশিষ্ট

ক্ষতির ধরণঃ

  • পোকা পাতার নিচে থেকে রস চুষে খায় 
  • খাওয়া স্থানে হলদে ছিট ছিট দাগ পাওয়া যায়

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • সি আই এর হলুদ স্টিকি ট্রাপ ব্যবহার করা। 
  • সাবানযুক্ত পানি স্প্রে করা যায় অথবা আধাভাঙ্গা নিমবীজের পানি (১ লিটার পানিতে ৫০ গ্রাম নিমবীজ ভেঙ্গে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে) আক্রান্ত গাছে ১০ দিন পর পরবার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রণ করা যায় 
  • এছাড়াও তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়
  •  
  •  

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমণ বেশি হলে টিডো ২০ এস এল ৭-১০ মিলিলিটার ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে স্প্রে করতে হবে 
  • ১০ দিন পরপর ২-৩ বার স্প্রে করতে হবে

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ