রোগ হওয়ার আগে থেকেই- গাছ ভিজিয়ে প্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম এমকোজিম ৫০ ডব্লিউ পি গুলে ১০ দিন অন্তর ২-৩ বার স্প্রে করুন। রোগ দেখা দিলে- ডিফার ৩০০ ই সি ৭.৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে।