আনারসের কান্ড পচা রোগ (Stem Rot of Pineapple)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। 
  • ফসলের বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে 
  • ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড
  •  
  •  

ক্ষতির ধরণঃ

  • পাতার গোড়া পচে যায়দুর্গন্ধ বের হয় 
  • পাতা টান দিলে গোড়া থেকে উঠে আসে

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • রোপার আগে চারা ৪:৪:৫০ অনুপাতে মিশ্রিত  চুনঃ তুঁতেঃ পানির মিশ্রণ তথা বোর্দ্রো মিশ্রনে চুবিয়ে নিতে হবে

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • রোগ হওয়ার আগে থেকেই- গাছ ভিজিয়ে প্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম এমকোজিম ৫০ ডব্লিউ পি গুলে ১০ দিন অন্তর ২-৩ বার স্প্রে করুন 
  • রোগ দেখা দিলে- ডিফার ৩০০ ই সি ৭.৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে
  •  

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ