আনারসের হার্ট রট রোগ (Pineapple Heart Rot)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। 
  • ফসলের বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে 
  • ফসলের পাতার অংশে আক্রমণ করে
  •  
  •  

ক্ষতির ধরণঃ

  • আক্রান্ত গাছ নেতিয়ে পড়েআক্রান্ত পাতা শুকাতে থাকেকুঁচকে যায় 
  • আক্রান্ত গাছ থেকে কুশির পাতা আস্তে টানলে খুলে আসে, পাতার গোড়াশিকড় পাচে যায়

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • এ রোগের ছত্রাক জীবাণু মাটি বা সংক্রামিত উদ্ভিদের ধ্বংসাবিশেষের মধ্যে কয়েক বছর টিকে থাকতে পারে।
  • এই জীবাণু সরাসরি শিকড়, নতুন পাতা এবং কান্ডের কোষে সংক্রমিত করতে সক্ষম।
  • উচ্চ আপেক্ষিক আর্দ্রতা এবং বৃষ্টিপাত হইলে এই রোগ দ্রুত বিস্তার লাভ করে।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রান্ত জমি থেকে সাকার সংগ্রহ করবেন না 
  • আক্রান্ত আনারসের পাতা দিয়ে মালচিং করবেন না 
  • বেড করে আনারস চাষ করুনপানি নিষ্কাশনের ভাল ব্যবস্থা রাখুন

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • নেমিসপোর ৮০ ডব্লিউ পি ৪৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে 
  • অথবা কেমামিক্স ৭৫০ ডব্লিউ পি ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ