আনারসের ফল পচা রোগ (Pineapple Fruit Rot)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। 
  • ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : ফলের বাড়ন্ত পর্যায় 
  • ফসলের যে অংশে আক্রমণ করে : ফল
  •  
  •  

ক্ষতির ধরণঃ

  • ফলের চোখগুলোয় প্রথমে আক্রমণ শুরু হয় 
  • আক্রান্ত স্থান নরম, রসালকালচে হয়ে পচে যায় 
  • শেষে সম্পূর্ণ ফল পচে যায়
  •  
  •  

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • এই রোগের প্যাথোজেন মাটিতে বাস করে এবং ফল সংক্রমণের জন্য পানির প্রয়োজন।
  • মাটির কাছাকাছি শুয়ে থাকা ফল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
  • মাটির কাছাকাছি ফলটিতে বৃষ্টির দ্বারা জীবাণুর বীজ আনারসের ফলের গায়ে ছিটিয়ে যায় ও স্পট তৈরি করে।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • জমিগাছ পরিচ্ছন্ন রাখা 
  • আক্রান্ত ফল তুলে ধ্বংস করুণ

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • এসিবিন ২৮ এস সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে 
  • অথবা মিটপ ৬০ ডব্লিউ জি ১৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে 
  • আক্রমণ বেশি হলে- ডিফার ৩০০ ই সি ৭.৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ