আনারসের ফলের মাছি পোকা (Pineapple Fruit Fly)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • লালচে বাদামি রঙের মাছির মত দেখতে, স্ত্রী মাছির পেটের শেষে পিছনে কাঁটার মত লম্বা অঙ্গ থাকে।

ক্ষতির ধরণঃ

  • কীড়া ফল ছিদ্র করে ভিতরে ঢুকে ও ফল নষ্ট করে।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • ফলের  বাড়ন্ত  পর্যায়ে  আক্রমন  করে

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • নিয়মিত ফসল পর্যবেক্ষণ এবং স্ত্রী ফুল ফুটার আগে সেক্স ফেরোমন ব্যবহার করুন। 
  • সেক্স ফেরোমন ফাঁদ (১০ শতাংশে ৩টি হারে)/বিষটোপ ব্যবহার করুন। ঠিক মতো আছে কি না বা সময় মতো বদলতে নিয়মিত ফসল পর্যবেক্ষণ করুন।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমণ বেশি হলে টিডো ২০ এস এল ৭-১০ মিলিলিটার ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে স্প্রে করতে হবে 
  • অথবা কট্‌ ১০ ই সি ১০ মিলিলিটার ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে স্প্রে করতে হবে 
  • ১০ দিন পরপর ২-৩ বার স্প্রে করতে হবে
  •  
  •  

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ