পেঁপের ছাতরা পোকা (Mealy Bug)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • ৩-৪ মিলিমিটার আকারের গোলাপি রঙের, ডিম্বাকার, পেটে খাঁজকাটা দাগ আছে 
  • গায়ে সাদা মোমের মতো আবরণ থাকেপূর্বয়স্ক পুরুষ পোকার রং হালকা গোলাপি সাদা

ক্ষতির ধরণঃ

  • দলবদ্ধভাবে ফল, পাতাডালের রস চুষে নেয় ফলে গাছ দুর্বল হয় 
  • পোকার আক্রমণে পাতা, ফলডালে সাদা সাদা তুলার মত দেখা যায় 
  • অনেক সময় পিঁপড়া দেখা যায়এর আক্রমণে অনেক সময় পাতা ঝরে যায় এবং ডাল মরে যায়

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • সাবানযুক্ত পানি স্প্রে করা যায় অথবা আধাভাঙ্গা নিমবীজের পানি (১ লিটার পানিতে ৫০ গ্রাম নিমবীজ ভেঙ্গে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে) আক্রান্ত গাছে ১০ দিন পর পরবার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রণ করা যায় 
  • এছাড়াও তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমণ বেশি হলে- ল্যামিক্স ২৪.৭ এস সি ১০ মিলি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালভাবে স্প্রে করতে হবে 
  • ১০ দিন পরপর ২-৩ বার স্প্রে করতে হবে

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ