পেঁপের মোজাইক রোগ (Mosaic Virus)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • ভাইরাস এর কারণে এ রোগ হয়। 
  • ফসলের চারা ও বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে 
  • ফসলের পাতার অংশে আক্রমণ করে
  •  
  •  

ক্ষতির ধরণঃ

  • পাতায় হলুদ সবুজ ছিট ছিট দাগ পড়ে, শিরা হলুদ হয়, পাতা বিকৃত হয়। 
  • তীব্র আক্রমণে বয়স্ক পাতা ঝরে পড়ে।

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • যে  কোনো  বয়সের  গাছে  এই  রোগ  হইতে  পারে।  তবে, চারাগাছ  আক্রান্ত হইলে  ক্ষতি  বেশি  হয় 
  • জাব পোকা বা সাদা মাছি দ্বারা মোজাইক রোগের ভাইরাস ছড়ায়

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রান্ত গাছ তুলে ধ্বংস করুন।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • জমিতে জাব পোকা বা সাদা মাছি (বাহক পোকা) দেখা গেলে টিডো ২০ এস এল ১০ মি.লি. ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতিশতকে স্প্রে করতে হবে

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ