আমের হপার (Mango Hopper)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • গাছের নীচ দিয়ে হাটলে পোকা লাফিয়ে লাফিয়ে গায়ে পড়বে

ক্ষতির ধরণঃ

  • গাছের কচি পাতা ও ডগার রস চুষে খায়। 
  • এ পোকা তাদের দেহের ওজন এর ২০ গুন পরিমান রস খেয়ে আঠালো রস দেয় যা মধুরস নামে পরিচিত এবং গাছের মুকুল, পাতা ও কান্ডে এই রস জমা হয়ে থাকে এবং যার উপর এক প্রকার ছত্রাক (শুটি মোল্ড) জন্মায়। 
  • এটি মারাত্মক ক্ষতি করে, গাছের বৃদ্ধি কমে যায়।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • এ সি আই এর হলুদ স্টিকি ট্রাপ ব্যবহার করতে হবে। 
  • গাছের অতিরিক্ত ডালপালা ছাটাই করে প্রচুর পরিমান আলো বাতাস এর বাবস্থা করতে হবে।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আমের মুকুল যখন ২ থেকে ৩ ইঞ্চি লম্বা হয় তখন প্রথমবার এবং আম যখন মটর দানার মতো আকার ধারণ করে তখন দ্বিতীয়বার কট্‌ ১০ ই সি / ফাইটার ২.৫ ই সি ১০ মি.লি. ১০ লিটার পানিতে মিশিয়ে পুরো গাছে স্প্রে করতে হবে। 
  • এছাড়া এই পোকা দমনের জন্য- এসিকার্ব ৮৫ ডব্লিউ পি ২০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে পুরো গাছে স্প্রে করতে হবে। 
  • অথবা টিডো প্লাস ৭০ ডব্লিউ ডি জি ২ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে পুরো গাছে স্প্রে করতে হবে। 
  • আমের হপার পোকার কারণে যেহেতু সুটিমোল্ড বা ঝুল রোগের আক্রমণ ঘটে তাই রোগ দমনের সালফার জাতীয় ছত্রাকনাশক- সালফক্স ৮০ ডব্লিউ ডি জি ৪০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পর পর ২-৩ বার শেষ বিকেলের দিকে স্প্রে করুন।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ