লিচুর ফল ছিদ্রকারী পোকা (Litchi Fruit Borer)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • শুকীট-বাদামী সবুজাভ 
  • পূর্নাঙ্গ স্ত্রী কীট হলুদ
  •  

ক্ষতির ধরণঃ

  • ডিম থেকে বের হয়ে লার্ভা গাছের নরম কচি অংশ যেমন বিকাশমান ডগা, পত্রবৃন্ত প্রভৃতিতে ছিদ্র করে 
  • আক্রান্ত ডগা ফ্যাকাসে এবং ঢলে পড়া ভাব দেখায় এবং ধীরে ধীরে শুকিয়ে মরে যায় 
  • লার্ভা ফল খুড়ে বীজ পর্যন্ত খায় 
  • আক্রান্ত লিচুর বোঁটার গোড়ায় জমাকৃত মল দেখা যায়

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • নিয়মিত গাছ/বাগান পরিদর্শন করে ব্যবস্থা নিন 
  • সুষম সার ব্যবহার করুন
  •  

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • ফুল হতে গুটি বাঁধার পর- ল্যামিক্স ২৪.৭ এস সি ১০ মিলি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালভাবে স্প্রে করতে হবে 
  • অথবা প্রোটেক্ট ৫০ এস জি ১০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালভাবে স্প্রে করতে হবে 
  • স্প্রে করার সময় গুটি ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবেএভাবে ১৫ দিন পর পর স্প্রে করা

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ