আক্রমনের ৬-১২ সপ্তাহের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায়।
গবেষণায় জানা গিয়াছে যে, যদি ক্ষেতের মাটি একবার এই রোগের ছত্রাক দ্বারা দূষিত হয় তাহা হইলে কলা গাছের অবর্তমানেও ঐ ছত্রাক ১৫ বছর পর্যন্ত মাটিতে সজিব থাকিতে পারে।
সাধারণত রোগাক্রান্ত চারার মাধ্যমে এই রোগ এক স্থান হইতে অন্য স্থানে ছড়ায়।
জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ
চারা লাগানোর পূর্বে গর্তে ১% ফরমালিন ও ৫০ ভাগ পানি দিয়ে ভিজিয়ে দিন এবং ১০-১২ দিন পর চারা রোপণ করুন।
বাগান পরিস্কার রাখুন। আক্রান্ত বাগান থেকে চারা সংগ্রহ করবেন না।
আক্রান্ত জমিতে অন্তত ৪ বছর কলা চাষ করবেন না।
রাসায়নিক পদ্ধতিতে দমনঃ
প্রাউড ২৫ ই সি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ভালভাবে ভিজিয়ে স্প্রে করে প্রয়োগ করতে হবে।
আক্রমণ বেশি হলে- ডিফার ৩০০ ই সি ৭.৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ভালভাবে ভিজিয়ে স্প্রে করে প্রয়োগ করতে হবে।