পেয়ারার বিছা পোকা (Hairy Caterpillar)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • পূর্ণাঙ্গ পোকা এক ধরনের মথ। মেটে ও সাদা ছোপ ছোপ পাখা মেলা অবস্থায় ৩৫-৪৫ মি.মি.। 
  • ডিম ফুটে ৮-১০ দিনে ফুটে কীড়া বাকলের নিচে লুকিয়ে থাকে। 
  • হালকা বাদামি রঙের ৫০-৬০ মি.মি. লম্বা, মাথা গাঢ় বাদামি রঙের।
  •  
  •  

ক্ষতির ধরণঃ

  • এ পোকা গাছকে অংশিক বা সম্পুর্ণ পাতাশুন্য করে ফেলে। 
  • অনেক সময় মারাত্মক আক্রমণে গাছে ফল আসেনা

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • ডিমের গাদাসহ পাতা সংগ্রহ করে নষ্ট করা। 
  • বিছাপোকা তৃতীয় খোলস বদলানো পর্যন্ত দলবদ্ধ অবস্থা থাকে তখন পোকাসহ পাতাগুলি তুলে পুড়িয়ে ফেলে বা কেরোসিন মিশ্রিত পানিতে ডুবে মেরে ফেলা যায়

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমণ বেশি হলে- এসিমিক্স ৫৫ ই সি ১০ মিলিলিটার প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালভাবে স্প্রে করতে হবে 
  • ফাইটার ২.৫ ইসি ১০ মিলিলিটার প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালভাবে স্প্রে করতে হবে 
  • ১০ দিন পরপর ২-৩ বার স্প্রে করতে হবে
  •  
  •  

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ