পেয়ারার সাদা মাছি পোকা (Guava White Fly)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • সাদা পাখাযুক্ত পোকা। দেখতে পানপাতা/হৃদপিন্ডের মতো 
  • স্ত্রী মাছি পাতার নিচে চক্রাকারে মোমের আবরণে ডিম পাড়ে। 
  • ডিম ফুটে অনুরূপ ছোট বাচ্চারা সাদা তুলার মতো আবরণের নিচে লুকিয়ে থাকে।
  •  
  •  

ক্ষতির ধরণঃ

  • এরা পাতার রস চুষে খায় ফলে গাছ দুর্বল হয়ে পড়ে। 
  • পাতায় অসংখ্য সাদা বা হলদেটে দাগ হয়। 
  • সাদা তুলার মত বস্তু ও সাদা পাখাযুক্ত মাছি দেখা যায়। 
  • তীব্র আক্রমণে আক্রান্ত পাতা ঝরে পড়ে।
  •  
  •  
  •  

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • সি আই এর হলুদ স্টিকি ট্রাপ ব্যবহার করা। 
  • আলোর ফাঁদ ব্যবহার করুন। 
  • আক্রান্ত পাতা তুলে ধ্বংস করুন। 
  • ৫০ গ্রাম সাবানের গুড়া ১০ লিটার পানিতে গুলে পাতার নিচে সপ্তাহে ২/৩ বার ভাল করে স্প্রে করুন। 
  • সাথে ৫ কৌটা গুল (তামাক গুড়া) পানিতে মিশিয়ে দিন। ভাল ফলাফল পাবেন।
  •  
  •  
  •  
  •  

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমণ বেশি হলে টিডো ২০ এস এল ৭-১০ মিলিলিটার ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে স্প্রে করতে হবে 
  • ১০ দিন পরপর ২-৩ বার স্প্রে করতে হবে
  •  

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ