পেয়ারার মাছি পোকা (Guava Fruit Fly)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • লালচে বাদামি মাছির ঘাড়ে হলুদ দাগযুক্ত রেখা আছেপাখা স্বচ্ছ 
  • পাখার নিচের দিকের কিনারায় কালো দাগ আছে 
  • পেট মোটা, স্ত্রী মাছির পেছনে সরুচোখা ডিম পাড়ার সুঁইয়ের মতো নল আছে 
  • ডিম সাদা নলের মতো এবং এক দিকে বাঁকা
  •  
  •  
  •  

ক্ষতির ধরণঃ

  • ক্রীড়া ছিদ্র করে ফলের ভিতরে ঢুকে ফলের মাংসল অংশ খেতে থাকে এবং ফল ভেতরে পচে যায়

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • মাছি পোকা নিয়ন্ত্রণের জন্য সহজ উপায় হল ফলন্ত গাছে সেক্স ফেরোমন ফাঁদ ঝুলানো 
  • পুরোপুরি পাকার আগে ফল তোলা 
  • ফল ছোট থাকতেই ব্যাগিং করা বা পলিথিন দিয়ে প্যাচিয়ে দিন 
  • ফল তোলার পর সেগুলো ৫% লবন পানিতেঘন্টা ভিজিয়ে রাখা

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমণ বেশি হলে টিডো ২০ এস এল ৭-১০ মিলিলিটার ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে স্প্রে করতে হবে 
  • ১০ দিন পরপর ২-৩ বার স্প্রে করতে হবে

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ