জাবপোকাপ্রায়সারাবছরইবংশবৃদ্ধিকরেপারে। তবেশীতকালেমেঘলাকুয়াশাচ্ছন্নআবহাওয়াজাবপোকারবংশবৃদ্ধি ও আক্রমণেরপ্রধানসময়।
ডিসেম্বরমাসেরমাঝামাঝিহতে এ পোকারসংখ্যাবাড়তেথাকে।
জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ
এ সি আই এর হলুদ স্টিকিট্রাপ ব্যবহার করা।
সাবানযুক্ত পানি স্প্রে করা যায় অথবা আধাভাঙ্গানিমবীজের পানি (১ লিটার পানিতে ৫০ গ্রাম নিমবীজভেঙ্গে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে) আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রন করা যায়।
এছাড়াও তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়।
রাসায়নিক পদ্ধতিতে দমনঃ
আক্রমণবেশিহলেটিডো ২০ এসএল ৭-১০ মিলিলিটার ১০ লিটারপানিতেমিশিয়েসম্পূর্ণগাছভালভাবেস্প্রেকরতেহবে।