আমের ফলছিদ্রকারী পোকা (Fruit Borer)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • আমের গুটির মাথায় ছিদ্র দেখা যায়, পোকার মুখে লম্বা শুড় দেখা যায়

ক্ষতির ধরণঃ

  • আমের অন্যতম প্রধান সমস্যা, পূর্ণবয়স্ক স্ত্রী পোকা আমের নিচের আংশে ডিম পাড়ে, কয়েকদিনের মধ্যেই ডিম থেকে কীড়া বের হয় এবং আমের শাঁস খেয়ে ফেলে, ধীরে ধীরে আটি পর্যন্ত আক্রমন করে। 
  • বেশি আক্রান্ত ফল ফেটে যায় এবং গাছ থেকে ঝরে পড়ে।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আম বাগান নিয়মিত চাষ দিয়ে আগাছা মুক্ত, পরিচ্ছন্ন রাখতে হবে, প্রাথমিক পর্যায়ে আক্রান্ত ফল ডাল সহ ছেঁটে দিয়ে মাটিতে পুতে ফেলতে হবে

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আমের এই পোকা দমন করতে হলে মুকুল আসার আগেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। 
  • পোকা দমনের জন্য এসিমিক্স ৫৫ ই সি ১০ মি.লি. প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে স্প্রে করুন। 
  • অথবা ফাইটার ২.৫ ই সি ১০ মি.লি. প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে স্প্রে করুন।
  • অথবা রিলোড ১৮ এস সি ৫ মি.লি. প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে স্প্রে করুন।
  • ১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ