পেঁপের গোড়া পচা রোগ (Foot rot)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • Pythium aphanidermatum ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। 
  • গোড়া  পচা  রোগ  পেঁপে  গাছের  একটি  মারাত্মক  রোগ। 
  • ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়, চারা, পূর্ণ বয়স্ক 
  • ফসলের যে অংশে আক্রমণ করে : শিকড়, কান্ডের গোঁড়ায়
  •  
  •  
  •  

ক্ষতির ধরণঃ

  • চারাগাছ উভয়ই আক্রান্ত হয় আক্রান্ত কাণ্ডে প্রথমে পানি বসা দাগ দেখা যায় 
  • দাগ ধীরে ধীরে বড় হয় মাটি সংলগ্ন কাণ্ডকে ঘিরে ফেলে 
  • আক্রান্ত গাছের পাতা হলুদ হয়অকালে ঝরে পরে 
  • চরম অবস্থায় আক্রান্ত স্থান পচে যায় এবং সেখান থেকে গাছ ভেঙ্গে পড়ে যায়
  •  
  •  
  •  

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • Phythium  মাটিতে  মৃতজীবী  হিসাবে  বাঁচিয়া  থাকে  এবং উচ্চ আপেক্ষিক আর্দ্রতা ও স্যাঁতসেঁতে  আবহাওয়ায়  গাছকে  আক্রমণ  করে
  • এই রোগের জীবাণু সেচের পানির সাথে পুরো মাঠে ছড়িয়ে পড়ে।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • অল্প আক্রান্ত গাছের গোঁড়ার কাণ্ডে সম পরিমান চুনতুঁতে পানিতে গুলে (১০গ্রাম চুন+১০ গ্রাম তুত+১ লিটার পানি) ব্রাশ দিয়ে আক্রান্ত স্থানে লেপে চিকিৎসা করা যেতে পারে

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • এমকোজিম ৫০ ডব্লিউ পি ১০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে 
  • রোগের আক্রমণ বেশি হলে- এক্সট্রামিল ৭২০ ডব্লিউ পি ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে 
  • অথবা নিউবেন ৭২০ ডব্লিউ পি ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে 
  • ১২-১৫ দিন পর পর ২-৩ বার ভালভাবে স্প্রে করতে হবে

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ