লেবুর মাকড় (Citrus Mite)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • পূর্ণবয়স্ক লাল মাকড় খুবই খুদে, সাধারণত খালি চোখে দেখা যায় না। 
  • এরা ছোট দল বেঁধে পাতার নিচে থাকে। 
  • ডিম্বাকার, পুরু, ০.৫ মিমি লম্বা, ৪ জোড়া পা। 
  • সাদা, হলদে বা লাল ধরনের।
  •  
  •  
  •  

ক্ষতির ধরণঃ

  • পূর্ণ বয়স্ক ও বাচ্চা মাকড় একটি শাখার কচি পাতায় আক্রমন করে ও পাতার রস চুষে নেয়। 
  • পাতা ভিতরের দিকে কুঁকড়িয়ে যায়।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • নিয়মিত গাছ/বাগান পরিদর্শন করুন 
  • আক্রমণের প্রাথমিক পর্যায়ে ব্যবস্থা নিন।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • লেবুর মাকড় দমনের জন্য- একামাইট প্লাস ডব্লিউ ডি জি ২ গ্রাম ১০ লিটার পানিতে মশিয়ে সম্পূর্ণ গাছে ভালভাবে স্প্রে করুন। 
  • ১০ দিন পরপর ২-৩ বার স্প্রে করতে হবে। 
  • এছাড়া সালফক্স ৮০ ডব্লিউ ডি জি প্রতি ১০ লিটার পানিতে ২৫০ গ্রাম মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালভাবে স্প্রে করুন।
  •  
  •  

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ