লেবুর ছাতরা পোকা (Citrus Mealy Bug)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • ৩-৪ মিমি আকারের গোলাপি রঙের, ডিম্বাকার পেটের দিক খাঁজকাটা 
  • গায়ে সাদা তুলার মতো আবরণ থাকে। এরা দল বেঁধে থাকে।
  •  
  •  
  •  

ক্ষতির ধরণঃ

  • এরা পাতা ও ডালের রস চুষে নেয় ফলে গাছ দুর্বল হয়। 
  • পোকার আক্রমণে পাতা, ফল ও ডালে সাদা সাদা তুলার মত দেখা যায়। 
  • অনেক সময় পিঁপড়া দেখা যায়। এর আক্রমণে অনেক সময় পাতা ঝরে যায় এবং ডাল মরে যায়।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • নিয়মিত গাছ/বাগান পরিদর্শন করুন। 
  • ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোঁটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাঁটাই করে পরিস্কার করে দিন

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • এই পোকা দমনের জন্য- ল্যামিক্স ২৪.৭ এস সি ১০ মিলি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালভাবে স্প্রে করুন। 
  • ১০ দিন পরপর ২-৩ বার স্প্রে করতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ