শীতের সময় বিশেষ করে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে আক্রান্ত পাতা ছাঁটাই করে পুড়িয়ে দিন ।
প্রতি লিটার পানিতে ১২০ মিলিলিটার নিমের খৈলের রস বা নিম তেল মিশ্রিত করে আক্রান্ত গাছে ভাল ভাবে পাতা ভিজিয়ে স্প্রে করুন।১০-২০লিটার পানিতে ১ কেজি নিমের খৈল মিশিয়ে ১৫ দিন অন্তর স্প্রে করুন।
তামাক নির্যাস ও সাবান গোলা পানি স্প্রে করে দিলেও এ পোকা দমন হয়।
রাসায়নিক পদ্ধতিতে দমনঃ
আক্রমণ বেশি হলে- এসিমিক্স ৫৫ ই সি১০ মিলি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করতে হবে।
অথবা ফাইটার২.৫ ই সি ১০ মিলি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করতে হবে।