লেবুর ক্যাংকার রোগ (Citrus Canker)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • Xanthomonas citri নামক ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগ হয় 
  • ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়, ফলের বাড়ন্ত পর্যায় 
  • এই রোগ পাতা, কান্ড এবং লেবুতে দেখা যায়।
  •  
  •  
  •  
  •  
  •  

ক্ষতির ধরণঃ

  • রোগের আক্রমণে কচি পাতা, শাখাফলে ধূসর বাদামি রঙের বসন্তের মত দাগ পরে 
  • দাগের মাঝ গাঢ় বাদামী এবং চারধার হলদে/হালকা বাদামী 
  • দাগগুলো ক্রমশ বড় হয়ে ফুলে উঠে ও খসখসে হয়। 
  • হাত দিয়ে ঘসলে লোহার মরিচার মতো উঁচু মনে হয়।
  •  
  •  
  •  

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • ব্যাকটেরিয়া রোগাক্রান্ত গাছের পরিত্যক্ত অংশসমূহে অবস্থান করে এবং নতুনভাবে গাছকে আক্রমণ করে। 
  • আক্রান্ত গাছের উপর যে সকল ব্যাকটেরিয়া বিদ্যমান উহা বাতাস ও পানির ছিটার দ্বারা ক্ষেতের বিভিন্ন গাছে ছড়াইয়া পড়ে।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • নিয়মিত বাগান পরিদর্শন করুন 
  • আক্রান্ত ডগাশাখা  ছাটাই করুনকাঁটা স্থানে বোর্দোপেস্ট লাগাতে হবে 
  • সুষম মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করা।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • চারা রোপণের ১৫-২০ দিনের মধ্যে- এমকোজিম ৫০ ডব্লিউ পি  ১০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে দিতে হবে। 
  • আক্রমণ দেখা দিলে- প্রাউড ২৫ ই সি ১০ মিলি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে দিতে হবে। 
  • অথবা কন্‌জা প্লাস ১০ এস সি ১০ মিলি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে দিতে হবে। 
  • আক্রমণ বেশি হলে- ডিফার ৩০০ ই সি ৭.৫ মিলি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে দিতে হবে।
  •  
  •  
  •  

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ