কলাগাছের কান্ডের উইভিল (Banana Stem Weevil)

ক্ষতিকর পোকামাকড়

placeholder

পরিচিতিঃ

  • পূর্ণবয়স্ক পোকা ১০.০-১৩.০ মিমি লম্বা। বাচ্চা ৮-১২ মিমি লম্বা। 
  • পূর্ণবয়স্ক পোকার রং চকচকে কালো। 
  • উপরের শক্ত আবরণ কিছুটা খাটো। 
  • এই পোকার লম্বা শুঁড় থাকে। কীড়া সাদা।

ক্ষতির ধরণঃ

  • পূর্ণবয়স্ক উইভিল কলা গাছের গোড়ায় শিকড়ের উপর ডিম পাড়ে। 
  • ডিম ফুটে গ্রাব (বাচ্চা) বের হয় এবং ভেতরে ঢুকে যায় । ক্রমেই এটি উপর দিকে উঠে ও কান্ডের মাঝে কুড়ে কুড়ে খায় ও আক্রান্ত অংশ পচে যায়। 
  • আক্রমণের মাত্রা বেশি হলে ডগার পাতা শুকিয়ে যায় এবং কোন কলা হয় না এবং গাছ মরে যায়।

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • এ সি আই এর হলুদ স্টিকি ট্রাপ ব্যবহার করুন। 
  • তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার নির্যাস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করুন।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমণ বেশি হলে এসিমিক্স ৫৫ ই সি ১০ মিলি ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। 
  • বিশেষভাবে খেয়াল রাখতে হবে- স্প্রে করার সময় প্রতি গাছের গোড়ার চারপাশে মাটি ভিজিয়ে দিতে হবে।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ