আক্রান্ত গাছে ৫ গ্রাম সাবানের গুড়া প্রতি লিটার পানিতে মিশিয়ে সপ্তাহে ২ দিন পাতার নিচ দিয়ে স্প্রে করুন।
মোচা বের হবার সাথে সাথে ১০৫ সেমি (৪২ইঞ্চি) × ৭৫ সেমি (৩০ইঞ্চি) দুই মুখ খোলা মোশারির নেট/ ছিদ্রা যুক্ত পলিথিন দিয়ে ঢেকে দিন। নিচ দিক খোলা রাখুন।
রাসায়নিক পদ্ধতিতে দমনঃ
মোচা বের হবার আগে, মোচা বের হবার পরে, মোচা থেকে ছড়া বের হবার সাথে সাথে ছড়াতে, কলা পুরা বের হবার পর -এই মোট ৪ বার, কট্ ১০ ই সি ১০ মিলিলিটার প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন।
আক্রমণ বেশি হলে- টিডো ২০ এস এল ৭-১০ মিলিলিটার ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।
অথবা ফাইটার ২.৫ ই সি ১০ মিলিলিটার প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন।
অথবা এসিমিক্স ৫৫ ই সি ১০ মিলিলিটার প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন।