লিচুর এনথ্রাকনোজ রোগ (Anthracnose of Litchi)

রোগবালাই

placeholder

পরিচিতিঃ

  • Colletotrichum gloeosporioides নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। 
  • ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়, ফলের বাড়ন্ত পর্যায় 
  • ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা, ফল
  •  
  •  

ক্ষতির ধরণঃ

  • ফলের উপর কালচে দাগ পড়ে 
  • ফল খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে 
  • ফল শুকিয়ে যায় কখনও কখনও অনেক দাগ একত্রিত হয়ে ফল পচে যায়
  •  
  •  

ক্ষতির ব্যপ্তিঃ

অনুকূল পরিবেশ

  • আর্দ্রগরম আবহাওয়ায় রোগের প্রকোপ বেড়ে যায়

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রান্ত ফল সংগ্রহ করে ধ্বংস করুন 
  • নিয়মিত গাছ/বাগান পরিদর্শন করে ব্যবস্থা নিন

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমণ দেখা দিলে- এসিবিন ২৮ এস সি ১০ মি.লি. প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে দিতে হবে 
  • অথবা কেমামিক্স ৭৫০ ডব্লিউ পি ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে দিতে হবে 
  • এছাড়া রোগের পূর্ব প্রস্তুতির জন্য এমকোজিম ৫০ ডব্লিউ পি ১০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালভাবে ভিজিয়ে দিতে হবে 
  • ১০-১২ দিন পরপর ২-৩ বার স্প্রে করতে হবে
  •  
  •  
  •  

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ