ভুট্টার কাটুই পোকা (Cut Worm Of Maize)

ক্ষতিকর পোকামাকড়

পরিচিতিঃ

  • কাটুই পোকার বেশ কতক প্রজাতি আছে। কালোকাটুই পোকা বেশি ক্ষতিকর। 
  • এরা মাঝারি আকারের নিশিজীবী মথ। উপরের পাখা ছাই ও ধুসর রঙ্গের ছোপযুক্ত, নিচের কিনারা জালের মতো। 
  • এরা হালকা ধুসর থেকে কালচে তেলতেলা ধরণের। 

ক্ষতির ধরণঃ

  • এ পোকা রাতের বেলা চারা মাটি বরাবর গাছ কেটে দেয়।  
  • সকাল বেলা চারা মাটিতে পড়ে থাকতে দেখা যায়। 

ক্ষতির ব্যপ্তিঃ


জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

  • ভালভাবে জমি চাষ দিয়ে পোকা পাখিদের খাবার সুযোগ করে দিন। 
  • নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নিন। 
  • সকাল বেলা কেটে ফেলা চারার আশে পাশে মাটি খুরে পোকা বের করে মেরে ফেলুন । 
  • কেরোসিন মিশ্রিত পানি সেচ দিন ও পাখি বসার জন্য  ডালপালা পুতে দিন। 
  • রাতে জমিতে মাঝে মাঝে আবর্জনা জড়ো করে রাখলে তার নিচে কীড়া এসে জমলে, সকালে সেগুলোকে মেরে ফেলুন। 

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

  • আক্রমন বেশী হলে ফাইটার ২.৫ ই সি ১৫ মি.লি. ১০ লিটার পানিতে ৫ শতক জমির জন্য স্পে করতে হবে। একর প্রতি মাত্রা ৩০০ মি.লি.।

সুপারিশকৃত পণ্য সমূহ

আমাদের ব্র্যান্ডসমূহ